এক বছর আগে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। দীর্ঘ ৪৪ বছর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে থাকা এবং টানা তিন দফায় দেশের প্রধানমন্ত্রী থাকা এই নেত্রী বর্তমানে ৭৮ বছরে পা দিয়েছেন। বয়স ও রাজনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে উত্তরাধিকার প্রশ্নটি এখন সামনে এসেছে। ইতিমধ্যেই আলোচনায় এসেছে ‘রাহুল-প্রিয়াঙ্কা মডেল’—অর্থাৎ ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে আওয়ামী লীগের নেতৃত্বে আনার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন করেছে বিবিসি বাংলা। ১৯৮১ সালের ১৭ই মে থেকে আজ পর্যন্ত, মানে একটানা চুয়াল্লিশ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতির পদে রয়েছেন শেখ হাসিনা। কিন্তু দলীয় নেতৃত্বে তার অনুপস্থিতিতে কে বা কারা কীভাবে দলের হাল ধরবেন, সেই ‘সাকসেসন প্ল্যান’ বা উত্তরাধিকারের পরিকল্পনা নিয়ে এই লম্বা ইনিংসের কোনো...