পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ডিভিএম ও অ্যানিমেল হাজবেন্ড্রি দুটি পৃথক ডিগ্রি একীভূত করার সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন প্রাক্তন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল বুধবার (৩ সেপ্টেম্বর) এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী, এএনএসভিএম অনুষদের অধীন ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ও বিএসসি ইন অ্যানিমেল হাজবেন্ড্রি—দুইটি ডিগ্রি একীভূত করে ‘বিএসসি ইন ভেট সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি’ নামে একটি নতুন সম্মিলিত ডিগ্রি চালু করা হবে। তাদের অভিযোগ, আদালতের নির্দেশে স্বীকৃত ডিগ্রিকে কোনো আলোচনা ছাড়াই বাতিল করা হয়েছে, যা তারা ষড়যন্ত্রমূলক এবং আদালত অবমাননার শামিল বলে মনে করছেন। রবিবার (৭ সেপ্টেম্বর) পবিপ্রবি‘র অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা ক্যাম্পাসে লিফলেট বিতরণ করে ওই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। শিক্ষার্থীদের লিফলেটে আরও বলা হয়, দেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত এ ধরনের...