ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের ২৩ মাস পূর্ণ হয়ে গেল। হামাস উৎখাত ও জিম্মি মুক্তির নামে এখনও অবরুদ্ধ ভূখণ্ডটিতে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে দখলদার সেনারা। পুরো বিশ্ব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেও নেতানিয়াহু প্রশাসনকে এ গণহত্যায় নিরঙ্কুশ সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ অবস্থায় ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে জোর তৎপরতা শুরু করেছে কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও ব্রিটেনের মতো বেশ কয়েকটি পশ্চিমা দেশ। এতে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শুধু তাই নয়, ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়ায় অংশ নেওয়ায় নিজেদের এই পশ্চিমা মিত্রদেরকে হুমকিও দিয়ে বসেছে ট্রাম্প ও নেতানিয়াহুর প্রশাসন। খবর প্রেস টিভির। প্রতিবেদন অনুযায়ী, গত রোববার (৭ সেপ্টেম্বর) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক উদ্যোগকে ‘মারাত্মক ভুল’ বলে আখ্যা দেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’আর। সেইসঙ্গে তিনি হুঁশিয়ার করেন, এ ধরনের...