যুক্তরাষ্ট্রের গোপন প্রতিরক্ষা প্রকল্পে পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কিন বিমানবাহিনীর বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরিফুল এম খান। এর মাধ্যমে তিনি এখন ‘গোল্ডেন ডোম’ নামে পরিচিত যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচি তদারকির দায়িত্ব পালন করছেন। তার অধীনেই প্রকল্পের নীতি নির্ধারণ, কৌশল ও প্রযুক্তি উন্নয়নের পুরো কার্যক্রম পরিচালিত হবে। শরিফুল খানের নিয়োগের বিষয়টি মার্কিন বিমানবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে নিশ্চিত করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি। প্রতিবেদন অনুযায়ী, শরিফুল এম খান সম্প্রতি ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পান। এরপরই তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দেয় পেন্টাগন। এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জুন মাসে যেসব সামরিক কর্মকর্তাকে পদোন্নতির জন্য মনোনীত করেন, শরিফুল খান ছিলেন তাদের মধ্যেই একজন। নতুন পদে নিয়োগ পাওয়ার পর গত ২০ আগস্ট...