কক্সবাজারের রামু থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার পলাতক আসামিকে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) দুটি ইউনিট। গ্রেপ্তার ইব্রাহিম কক্সবাজার সদর উপজেলার উল্টাখালী এলাকার বাসিন্দা মো. ইউনুস মিয়ার ছেলে। রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে র্যাব- ৮ পটুয়াখালী ক্যাম্প ও র্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের সদস্যরা মহিপুর থানার বিপিনপুর এলাকা থেকে মো. ইব্রাহিম (২০) নামের ওই আসামিকে আটক করে। র্যাব জানায়, চলতি বছরের ২ আগস্ট সিএনজি চালক রিয়াজ উদ্দিনের ছেলে টমটম রিকশা চালক মো. সোহেল (১৭) প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হলেও রাতে আর ফেরেনি। পরদিন সকালে রামুর রশিদনগর ইউনিয়নের উল্টাখালী এলাকায় একটি নালায় তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে চলতি বছরের ৪ আগস্ট রামু থানায় হত্যা...