ছয় দশকেরও বেশি সময়জুড়ে বাংলাদেশ ভূখণ্ডের লক্ষকোটি দরিদ্র ও নিপীড়িত শ্রমজীবী মানুষের পক্ষে নিরলসভাবে কাজ করে যাওয়া এবং সব পরিস্থিতিতে ক্রমাগত সরব থাকা দৃপ্তকণ্ঠ ৭ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০টায় নিস্তব্ধ হয়ে গেল! অত্যন্ত পরিণত বয়সে হলেও এমন ক্রান্তিলগ্নে তার এই চলে যাওয়া যখন তার শানিত যুক্তি, তীক্ষ্ণ বিশ্লেষণী ক্ষমতা ও দূরদৃষ্টি সম্পন্ন দিকনির্দেশনা আমাদের দেশ ও সমাজের জন্য বড্ড বেশি প্রয়োজনীয় ছিল! প্রায় ৯৪ বছর বয়সী ক্ষ্যাপা এই তরুণ মৃত্যুর আগ পর্যন্ত দুঃশাসনের বিরুদ্ধে বলে গেছেন স্পষ্ট উচ্চারণে। কোনো ভয়ভীতি, পদ, পদক, পুরস্কারের মোহ কিংবা অর্থবিত্তের হাতছানি নয়, কেবলই এদেশের সমাজ, অর্থনীতি, রাজনীতি ও ইতিহাসকে নিবিষ্টভাবে পাঠ করে সূত্রায়িত করে গেছেন দার্শনিক গভীরতা আর সমাজবিজ্ঞানীর প্রায়োগিক ক্ষমতা দিয়ে। একটা কথা তিনি বারবার বলতেন, ‘শ্রমিক শ্রেণির স্বার্থ ভিন্ন আমাদের কোনো স্বার্থ...