ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন দুর্দান্ত ছন্দ আছে বিশ্বকাপ বাছাইপর্বে। রবিবার (০৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে কনিয়ায় তুরস্ককে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে লুইস দে লা ফুয়েন্তের দল। আর্সেনালের মিডফিল্ডার মিকেল মেরিনো জোড়া নয়, করলেন ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। সঙ্গে পেদ্রি পেলেন জোড়া গোল এবং ফেরান তোরেসও নাম তুললেন স্কোরশিটে। ম্যাচের শুরু থেকেই ছিল স্পেনের আধিপত্য। যদিও প্রথম দিকে হাকান চালহানোগলুর শট ঠেকিয়ে দেন গোলকিপার উনাই সিমন। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি তুরস্ক।আরো পড়ুন:দাপুটে জয়ে স্পেনের বিশ্বকাপ বাছাইপর্ব শুরুস্পেনজুড়ে ভয়াবহ দাবানল, ঘরছাড়া হাজার হাজার মানুষ মাত্র ৫ মিনিটের মাথায় নিকো উইলিয়ামস ও পেদ্রির শট রুখে দেন গোলরক্ষক উগুরকান চাকির। কিন্তু বেশিক্ষণ ঠেকাতে পারেননি তিনি। দুর্দান্ত মুভে ডিফেন্ডার কাটিয়ে লো শটে গোল করে স্পেনকে এগিয়ে দেন পেদ্রি। ২২ মিনিটে আসে দ্বিতীয় গোল। বাম দিক থেকে কুকুরেল্লা...