সিরিজ হাতছাড়া হয়ে গিয়েছিল আগেই। তাই সাউদাম্পটনে শেষ ওয়ানডেতে কেবল ধবলধোলাইয়ের লজ্জা এড়ানোর লড়াই ছিল ইংল্যান্ডের সামনে। কিন্তু ব্র্যান্ডন ম্যাককালামের শিষ্যরা যেন নতুন রূপে হাজির হলো। ব্যাটে-বলে দাপট দেখিয়ে ৫৪ বছরের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় রানের ব্যবধানে জয় তুলে নিলো। রোববার (০৭ সেপ্টেম্বর) রাতে প্রোটিয়াদের ৩৪২ রানে হারিয়ে রেকর্ড বইতে নতুন অধ্যায় লেখে স্বাগতিকরা। এর আগে ২০২৩ সালে শ্রীলঙ্কাকে ৩১৭ রানে হারিয়েছিল ভারত, যা ছিল সর্বোচ্চ রানের ব্যবধান। এবার সেই রেকর্ড ভেঙে দিলো ইংল্যান্ড।আরো পড়ুন:দুর্দান্ত সেঞ্চুরিতে লারা-জয়াবর্ধনে-বাবরকে ছুঁলেন রুটশারজাহতে আফগানিস্তানের ঐতিহাসিক কীর্তি, বাংলাদেশের পরেই অবস্থান দুর্দান্ত সেঞ্চুরিতে লারা-জয়াবর্ধনে-বাবরকে ছুঁলেন রুট শারজাহতে আফগানিস্তানের ঐতিহাসিক কীর্তি, বাংলাদেশের পরেই অবস্থান টস হেরে আগে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৫০ ওভারে ৫ উইকেটে ৪১৪ রানের পাহাড় গড়ে। ইনিংসের ভরকেন্দ্রে ছিল জো রুট ও জ্যাকব বেথেলের...