ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হাতছাড়া করার পর হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে যেন হুঁশ ফিরেছে ইংল্যান্ডের। গতকাল রোববার সাউদাম্পটনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে সাউথ আফ্রিকাকে বিশাল ব্যবধানে হারিয়েছে ইংলিশরা। জো রুট (১০০) ও জ্যাকব বেথেলের (১১০) সেঞ্চুরি এবং জেমি স্মিথ (৬২) ও জস বাটলারের (৬২*) ফিফটিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৪১৪ রান তুলেছিল ইংল্যান্ড। জবাবে জফরা আরচার-আদিল রশিদদের বোলিং তোপে মাত্র ৭২ রানে গুটিয়ে গেছে প্রোটিয়ারা। তাতে ৩৪২ রানের জয় পেয়েছে ইংল্যান্ড। রানের দিক থেকে যা ওয়ানডে ইতিহাসেই সবচেয়ে বড় ব্যবধানের জয়! এ জয়ে সিরিজ হারের ব্যবধানও (২-১) কমিয়েছে ইংল্যান্ড। ইংলিশদের বড় জয়ের ম্যাচে আরও কিছু রেকর্ডের দেখা মিলেছে। একনজরে দেখে নেওয়া যাক: আগেই বলা হয়েছে, রান বিবেচনায় ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বড় জয় এটি। আগের রেকর্ডটি ছিল ৩১৭...