টানা কয়েক দিনের গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রচণ্ড গরমে সাধারণ ও কর্মজীবী মানুষের ভোগান্তি আর কষ্ট বেড়েছে। সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। লক্ষ্মীপুরের রামগতিতে রবিবার (৭ সেপ্টেম্বর) দেশের সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন দেশের সর্বনিম্ন ২২.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিলো বান্দরবানে। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস।তবে আবহাওয়া অফিস বলছে, আজ সোমবার (৮ সেপ্টেম্বর) রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা কমতে পারে। এছাড়া, দেশের অন্যান্য বিভাগে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর সারা দেশে আজ রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।সংস্থাটি বলছে, সারা দেশে আগামী বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এর পরের ২৪ ঘণ্টা সারা দেশে...