যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ওয়েস্ট ভ্যালির একটি বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানের এক শিক্ষিকা এক নাবালক শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তুলেছেন। এ অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই স্কুলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের যত্ন নেয়া হয়। অনলাইন ফক্স ১০ ফনিক্স এ খবর দিয়েছে। এতে আদালতের নথি উদ্ধৃত করে বলা হয়, ২৪ বছর বয়সী শিক্ষিকা শার্লট হিউজবির বিরুদ্ধে নাবালক শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্কের দুটি অভিযোগ আনা হয়েছে। এর তদন্ত শুরু হয় ২৮ আগস্ট। ওইদিন অস্টিন সেন্টারস ফর এক্সেপশনাল স্টুডেন্টস (এসিইএস) পিওরিয়া ক্যাম্পাসে ডাকা হয় পুলিশকে। সেখানকার সুপারিনটেনডেন্ট ১৭ বছর বয়সী এক শিক্ষার্থী ও হিউজবির মধ্যে ‘অশোভন টেক্সট মেসেজ’ খুঁজে পান। হিউজবি ওই স্কুলে থেরাপিউটিক সাপোর্ট স্টাফ হিসেবে কর্মরত ছিলেন। কোর্ট ডকুমেন্টে বলা হয়, এক শিক্ষার্থী কাউন্সেলিং সেশনে জানায় যে ভুক্তভোগী জানিয়েছে, তার সঙ্গে এক শিক্ষিকার...