পাহাড় আর সমুদ্র আমার প্রিয়। পাহাড়ের কাছাকাছি গেলে নিজেকে ক্ষুদ্র মনে হয়, আর সমুদ্রের বিশালতা হৃদয়কে কোমল করে। নিংসিয়া সফরে আমাদের টিমে চিয়াংসি প্রদেশ থেকে আসা একটি মেয়ে ছিল; নাম চোং লু। দেখে মনে হয় সদ্য বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে কাজের জগতে ঢুকেছে। জানাল, ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে; সফরশেষে ফিরে যাবে নিজের জন্মস্থান চিয়াংসি-তে। তো, কথাপ্রসঙ্গে চোং লু বলল, ‘পাহাড়ের কাছে এলে নিজেকে আত্মিকভাবে মুক্ত মনে হয়।’ গত ৬ আগস্ট, হ্যলান পর্বতকে ‘ঠিক যেন হাত বাড়ালেই ছোঁয়া যাবে’ দূরত্বে রেখে, উন্মুক্ত আকাশের নিচে, একটি বিলাসবহুল রিসোর্টে ডিনার করি আমরা (চায়না মিডিয়া গ্রুপ ও অন্যান্য গণমাধ্যমের একদল সাংবাদিক এবং সাধারণ বিদেশীদের মোটামুটি একটা বড় টিম)। ৭ আগস্ট ২০২৫, চীনের নিংসিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলে আমাদের সফরের তৃতীয় দিনে, সেই পর্বতকে সত্যি সত্যি ছুঁয়ে...