ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ বা ডাকসুর এবারের নির্বাচনটি অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে নানা কারণেই বেশি গুরুত্বপূর্ণ, বেশি স্পর্শকাতর। বলা হচ্ছে, এটি আগামী জাতীয় সংসদ নির্বাচনের একটা রিহার্সাল। কিন্তু কেন? সেই কেনর উত্তর খুঁজতে যাওয়ার আগে আমরা একটু নজর দিতে চাই ডাকসুর সবশেষ নির্বাচনে। ডাকসুতে সবশেষ নির্বাচন হয় ২০১৯ সালে। তার আগের বছর সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের মধ্য দিয়ে লাইমলাইটে চলে আসেন নুরুল হক নুর। তিনি ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হলে ভিপি শব্দটি তার নামের অংশ হয়ে যায়। এখনও মানুষ তাকে ভিপি নুর বলেই সম্বোধন করে। কিন্তু ভিপি নুরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সম্ভবত একমাত্র ব্যক্তি, যিনি ভিপি হওয়ার আগে থেকেই ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের হাতে মার খাওয়া শুরু করেন—যা অব্যাহত থাকে ভিপি হওয়ার পরেও। ঢাকা...