ইউরোপের সবচেয়ে বড় ও প্রাণময় স্ট্রিট ফেস্টিভ্যাল লন্ডনের নটিং হিল কার্নিভ্যাল। ব্রিটিশ-ক্যারিবীয়ান কমিউনিটির উদ্যোগে ১৯৬৬ সালে যাত্রা শুরু করা এ উৎসব ধীরে ধীরে কেবল ক্যারিবীয় সংস্কৃতির মধ্যে সীমাবদ্ধ না থেকে আজ সর্বজনীন ও বৈশ্বিক রূপ নিয়েছে। প্রতি বছর যুক্তরাজ্য ছাড়াও ইউরোপ ও বিশ্বের নানা প্রান্ত থেকে নানা ধর্ম, বর্ণ ও বয়সের শতসহস্র মানুষের ঢল নামে এই বর্ণিল আয়োজনে। প্রথা অনুযায়ী, আগস্টের শেষ সপ্তাহান্তে শুরু হয়ে কার্নিভ্যাল শেষ হয় সোমবারে—যেদিন যুক্তরাজ্যে গ্রীষ্মকালীন শেষ ব্যাংক হলিডে পালিত হয়। শনিবার (২৩ আগস্ট) উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয় হর্নিমেন’স প্লেজার পার্কে। প্রথমেই অনুষ্ঠিত হয় স্টিল ব্যান্ড প্রতিযোগিতা। বিশাল ড্রাম, রঙিন পোশাক আর স্টিলপ্যানের ঝংকারে যেন গোটা লন্ডন কেঁপে ওঠে। সেই সুরে নৃত্য মগ্ন নারী-পুরুষ মেতে ওঠেন আনন্দে। সূর্য অস্তমিত হওয়ার সঙ্গে সঙ্গে পরিবেশ যেন রূপ...