মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেনকে জন্ম সনদ অনলাইনে অবৈধভাবে ইস্যু করার দায়ে অপসারণ করা হয়েছে। তিনি চরকাটারি ইউনিয়ন পরিষদে অতিরিক্ত দায়িত্ব পালনকালে এ জালিয়াতি করেন। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।আরো পড়ুন:ফিলিং স্টেশনের ক্যাশিয়ারকে হত্যা, মূল অভিযুক্ত আটকআমি আ.লীগ পুনর্বাসনের জন্য কাজ করছি না: কাদের সিদ্দিকী আমি আ.লীগ পুনর্বাসনের জন্য কাজ করছি না: কাদের সিদ্দিকী জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন একই উপজেলার চরকাটারী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালনকালে ৭৯৫টি জন্ম নিবন্ধন সনদ যাচাই-বাছাই ব্যতীত অবৈধভাবে অনলাইনে ইস্যু করা হয়েছে যা অসদাচরণের শামিল। এটা চাকরি বিধিমালা অনুযায়ী...