ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় নগরী গাজা সিটিতে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ধ্বংস হয়েছে আরো একটি বহুতল ভবন এবং নিহত হয়েছেন অন্তত ৬৫ জন। সোমবার (৮ সেপ্টেম্বর) এ খবর জানিয়েছে আল জাজিরা। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায়, এখন পর্যন্ত অন্তত ৫০টি ভবন ধ্বংস হয়েছে, ফলে হাজারো পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। সর্বশেষ গুঁড়িয়ে দেওয়া হয়েছে গাজার আল-রুয়া টাওয়ার, যেখানে ছিল ২৪টি অ্যাপার্টমেন্ট, দোকান, একটি ক্লিনিক ও একটি জিম। ইসরায়েলি সেনারা দাবি করেছে, বাসিন্দাদের সরতে বলার পরই তারা হামলা চালিয়েছে। তবে ঘটনাস্থলের কাছে থাকা ফিলিস্তিনি এনজিও নেটওয়ার্কের প্রধান আমজাদ শাওয়া আল জাজিরাকে বলেন, অবস্থা ভয়াবহ। শত শত পরিবার আশ্রয় হারিয়েছে। ইসরায়েল জোর করে মানুষকে দক্ষিণে সরাতে চাইছে। অথচ সবাই জানে, দক্ষিণেও নিরাপদ আশ্রয় নেই। গত কয়েকদিন ধরেই গাজার বিভিন্ন বহুতল ভবনে...