দুর্দান্ত হ্যাটট্রিক করেন মিকেল মেরিনো। জোড়া গোলের আলো ছড়ালেন পেদ্রি। তাতে বিশ্বকাপ বাছাইয়ে 'ই' গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্পেন ৬-০ তে বিধ্বস্ত করেছে তুরস্ককে। টানা দুই জয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে স্পেন। ম্যাচ শুরু হতেই আক্রমণ করে তুরস্ক, ডি-বক্সের বাইরে থেকে হাকান কালহাগনুর শট রুখে দেন স্পেন গোলরকিপার উনাই সিমোন। তবে ষষ্ঠ মিনিটে নিকো উইলিয়ামসের পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে শটে দলকে এগিয়ে নেন পেদ্রি। ২২ মিনিটে ডি-বক্সে চার জন নিজেদের মধ্যে বল দেওয়া-নেওয়া করে পেনাল্টি স্পটের কাছ থেকে শটে বল জালে পাঠান আর্সেনালে খেলা মেরিনো। দুই মিনিট পর গোলের সুযোগ পেয়েও হতাশ করেন বার্সেলোনা ফরোয়ার্ড লামিন ইয়ামাল। প্রথমার্ধের শেষ দিকে চোটে মাঠ ছাড়েন উইঙ্গার নিকো উইলিয়ামস। প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে, আবারও পাসিং ফুটবল আক্রমণে মিকেল ওইয়ারজাবালের পাস...