রোববার (০৭ সেপ্টেম্বর) রাতে শারজাহতে অনুষ্ঠিত ফাইনালে ব্যাট হাতে খুব বড় রান তুলতে না পারলেও স্পিন জাদুতেই আফগানিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা ঘরে তুলল পাকিস্তান। আফগানদের ৬৬ রানে অলআউট করে ৭৫ রানের জয়ের মূল নায়ক ছিলেন বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজ। ১৪২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান শুরুতেই পড়ে যায় চাপের মুখে। শাহীন শাহ আফ্রিদি প্রথম ওভারেই ফেরান গুরবাজকে (৫)। এরপর আবরার আহমেদের ঘূর্ণিতে সাজঘরে ফেরেন আরেক ওপেনার সেদিকুল্লাহ অটল (১৩)।আরো পড়ুন:শেষ ম্যাচে ইংল্যান্ডের ইতিহাস গড়া জয়দুর্দান্ত সেঞ্চুরিতে লারা-জয়াবর্ধনে-বাবরকে ছুঁলেন রুট দুর্দান্ত সেঞ্চুরিতে লারা-জয়াবর্ধনে-বাবরকে ছুঁলেন রুট কিন্তু আসল কাজটা করেন নওয়াজ। ষষ্ঠ ওভারে টানা দুই বলে ফেরান দারবিশ রাসুলি ও আজমতউল্লাহ ওমরজাইকে। পরের ওভারের প্রথম বলেই এলবিডব্লিউ করেন ইব্রাহিম জাদরানকে, পূর্ণ হয় হ্যাটট্রিক। সেই ওভারেই বিদায় করেন করিম জানাতকেও।...