গাজা শহরে দু'টি বহুতলে আক্রমণ চালিয়েছে ইসরায়েলের সেনা। বহু ফিলিস্তিনি ওই দু'টি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। ইসরায়েল জানিয়েছে, হামাসের সামনে তারা দু'টি শর্ত দিয়েছে। এক, হামাসের সমস্ত সদস্যকে আত্মসমর্পণ করতে হবে এবং দুই, হামাসের হাতে আটক সমস্ত বন্দিকে মুক্তি দিতে হবে। এই দু'ই শর্ত মানলে তবেই তারা হামলা বন্ধ করবে। বস্তুত, রোববার ইসরায়েল সেনার তরফে ফিলিস্তিনে বলা হয়েছে, সকলকে শহর ছেড়ে দক্ষিণে চলে যেতে হবে। আপাতত তারা গাজা শহরে আক্রমণ চালাবে। হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েলসহ বেশ কিছু দেশ। ইসরায়েলের এই আচরণের তীব্র নিন্দা করেছে বিশ্বের একাধিক মানবাধিকার সংগঠন। যেভাবে গাজা শহর দখল করার চেষ্টা করছে ইসরায়েল, তার প্রতিবাদ করা হয়েছে। তবে তারাও হামাসের কাছে সমস্ত বন্দিকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে। হামাসের তরফ থেকেও ইসরায়েলের কাছে একটি বার্তা...