পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) সূচক অনুসারে গত ১১ মাসে বাংলাদেশের অর্থনীতি সম্প্রসারিত হলেও গতি মন্দ পরিলক্ষিত হয়েছে। এ ছাড়া কৃষিক্ষেত্রে গত ১০ মাসে সম্প্রসারণের পর সর্বশেষ সূচক অনুসারে সংকোচন হয়েছে।এ খাতে নতুন ব্যবসা, ব্যবসা কার্যক্রমের সূচকগুলোতে ধীর গতির সম্প্রসারণ দেখা গেছে। উৎপাদন খাত ১২ মাস ধরে সম্প্রসারণ হলেও ধীরগতিতে রয়েছে। নির্মাণ খাত সংকোচনে ফিরে এসেছে। এ ছাড়া সেবা খাত ১১ মাস ধরে সম্প্রসারণ হলেও ধীরগতিতে রয়েছে। গতকাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) যৌথভাবে প্রকাশিত বাংলাদেশ পারচেজিং ম্যানেজারস’ সূচকে এ তথ্য জানা যায়। সূচকটি যুক্তরাজ্য সরকারের সহায়তা এবং সিঙ্গাপুর ইনস্টিটিউট অব পারচেজিং অ্যান্ড ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টের কারিগরি সহায়তায় তৈরি করা হয়েছে। পিএমআই হলো ব্যবসাপ্রতিষ্ঠান, বিনিয়োগকারী ও নীতি-নির্ধারকদের সঠিক সময়ে অর্থনীতির স্বাস্থ্য সম্পর্কে সঠিক ধারণা দিয়ে...