মালদ্বীপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে রাজধানী মালের একটি হলরুমে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে মালদ্বীপ বিএনপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। যৌথ সঞ্চালনায় ছিলেন সহ-সভাপতি এমরান হোসেন তালুকদার ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, প্রধান উপদেষ্টা মো. ফারুক হোসেন ও সিনিয়র সহ-সভাপতি মো. নেহের মিয়া রানা। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশিত হয়। বক্তব্যে প্রধান অতিথি আনোয়ার হোসেন খোকন...