০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২০ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৭ এএম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে চারটি জরিপ প্রকাশ করেছে চারটি প্রতিষ্ঠান। এর মধ্যে দুটিতে এগিয়ে রয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল, একটিতে ছাত্রদল এবং অন্যটিতে এগিয়ে স্বতন্ত্র প্রার্থীরা। তবে এসব জরিপকে তেমন গুরুত্ব দিচ্ছেন না প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। সাধারণ শিক্ষার্থীদের মতে, তাদের কাছে আসল মাপকাঠি হলো প্রার্থীর যোগ্যতা ও দক্ষতা, কোনো প্যানেল নয়। গত শুক্রবার সোচ্চার নামের একটি সংগঠন সর্বপ্রথম একটি জরিপের ফল প্রকাশ করে। অনলাইনে গুগল ফরমের মাধ্যমে গত ১ থেকে ২০ আগস্ট ৯৯১ জনের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। জরিপটিতে শুধু ভিপি পদে কোন সংগঠনের প্রার্থীর বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে, তা তুলে ধরা হয়। জরিপে বলা হয়, শিবিরের প্রার্থী সাদিক...