০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২১ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৪ এএম নিউজিল্যান্ডে চার বছর ধরে পলাতক থাকা এক বাবা পুলিশের গুলিতে নিহত হয়েছেন। টম ফিলিপস নামে এই ব্যক্তি তার তিন সন্তানকে নিয়ে দীর্ঘ সময় ধরে জঙ্গলে লুকিয়ে ছিলেন। তার মৃত্যু নিউজিল্যান্ডের পশ্চিম ওয়াইকাটো অঞ্চলের পিওপিও শহরে ঘটে। সোমবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। পুলিশকে স্থানীয় সময় সোমবার ভোর আনুমানিক ২:৩০ এ খবর দেওয়া হয় যে পিজিজি রাইটসন নামের একটি কৃষি সরঞ্জামের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুই ব্যক্তি কৃষি পোশাক ও হেডল্যাম্প ব্যবহার করে একটি কোয়াড বাইকে পালাচ্ছিল। পুলিশ সন্দেহ করে, এদের একজন টম ফিলিপস হতে পারেন। তিনি ২০২১ সালের ডিসেম্বর থেকে তার তিন সন্তান—জয়দা (১২), ম্যাভেরিক (১০) এবং এম্বার (৯)—কে নিয়ে মারোকোপার জঙ্গলে...