চলতি বছর চারটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল খেলেছেন ইয়ানিক সিনার। জিতেছেন দুইটি। আলকারাজের বিপক্ষে ফাইনালে মাঠে নামার আগে এক নম্বর টেনিস তারকাও ছিলেন তিনি। সেই সিনারকে রীতিমতো উড়িয়ে দিলেন আলকারাজ। সোমবার চার সেটের লড়াইয়ে সিনারকে ৬-২, ৩-৬, ৬-১, ৬-৪ গেমে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন আলকারাজ।ফাইনাল জমে উঠেছিল আরও একটি কারণে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত ছিলেন দর্শকসারিতে। শুধু ট্রাম্পই নন, রকস্টার ব্রুস স্প্রিংস্টিন, ফ্যাশন আইকন টমি হিলফিগার, অভিনেতা মাইকেল ডগলাস ও বাস্কেটবল সুপারস্টার স্টিফেন কারিও উপস্থিত ছিলেন সিনার-আলকারাজের লড়াই দেখতে।ফাইনালে সিনারের বিপক্ষে আলকারাজকে দেখা গেল একেবারে ভিন্ন রূপে। আর্থার অ্যাশ স্টেডিয়ামে ৩০ মিনিট দেরিতে শুরু হওয়া ফাইনালে প্রথম গেমেই দারুণ সব ফোরহ্যান্ডে সিনারের সার্ভিস ব্রেক করেন। সেই শুরুর পর থেকে পুরো ম্যাচেই দাপট দেখিয়েছেন আলকারাজ। প্রথম সেটে মাত্র দুটি আনফোর্সড...