জাতীয় পার্টির অফিসে অগ্নিসংযোগে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ। তিনি বলেন, জাতীয় পার্টি হাসিনার সহযোগী ছিল, এতে কোনো সন্দেহ নেই। হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে তারা ভূমিকা রেখেছে। কিন্তু জাতীয় পার্টির অফিসে আগুন লাগিয়ে পোড়ানোর মধ্য দিয়ে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখার আয়োজনে সদর উপজেলার বারোঘরিয়া দৃষ্টিনন্দন পার্কে সমাবেশে তিনি এ দাবি জানান। হারুনুর রশিদ বলেন, দেশে বর্তমানে যে অস্থিরতা বিরাজ করছে এরই ধারাবাহিকতায় রাজবাড়ীতে একটি মাজার থেকে মরদেহ তুলে আগুন দিয়ে পুড়িয়েছে মব সৃষ্টিকারীরা। যারা এ কাজ করেছে, তারা ইসলাম ধর্মের অনুসারী হতে পারে না। তাদের আইনের আওতায় নিয়ে আসা...