ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার)। এনডিএ ও বিরোধী জোট ‘ইন্ডিয়া’ এবার মুখোমুখি দাঁড়িয়ে। ক্ষমতাসীনদের প্রার্থী সাবেক মহারাষ্ট্র রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ। অন্যদিকে বিরোধীদের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন বিচারপতি বি. সুদর্শন রেড্ডি। নির্বাচনের একদিন আগে বিরোধী শিবিরে নতুন গতি আনলেন আসাদউদ্দিন ওয়াইসি। তার দল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রকাশ্যে রেড্ডিকে সমর্থনের ঘোষণা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রোববার (৭ সেপ্টেম্বর) ওয়াইসি লেখেন, ‘তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির অনুরোধে বিরোধী প্রার্থীকে সমর্থন করছি। কেন্দ্রবিরোধী লড়াইকে আরও শক্তিশালী করাই লক্ষ্য।‘ ওয়াইসির এই ঘোষণায় বিরোধী শিবিরে উৎসাহ দেখা দিয়েছে। ইতোমধ্যে রেড্ডিকে সমর্থন দিয়েছে কংগ্রেস, ডিএমকে, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, শিবসেনা (উদ্ধব গোষ্ঠী), আপ ও এনসিপি (শরদ পওয়ার গোষ্ঠী)। ওয়াইসির সমর্থন মূলত বিরোধীদের ‘প্রতীকী ঐক্য’কে আরও জোরালো করল। আরও পড়ুনআরও পড়ুনজাতিসংঘে মোদির অনুপস্থিতি কোন...