শক্তিশালী মৌসুমি ঝড় ট্যাপার কারণে হংকংয়ে স্কুল বন্ধ রাখা হয় এবং বহু ব্যবসা প্রতিষ্ঠান কার্যক্রম স্থগিত করে। ঝড়টি সোমবার (৮ সেপ্টেম্বর) শহরের প্রায় ১৭০ কিলোমিটার (১০৬ মাইল) দূর দিয়ে অতিক্রম করে। এর প্রভাবে প্রবল দমকা হাওয়া ও ভারী বৃষ্টিপাত আর্থিক কেন্দ্রটির বড় অংশকে আঘাত করে। কিছু ফ্লাইটও বাতিল করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ঝড়ে ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে কম মনে হয়েছে। রাস্তাঘাট মূলত শান্ত ছিল এবং সোমবার সকাল পর্যন্ত ভূমিধস বা বড় ধরনের বন্যার কোনও খবর পাওয়া যায়নি। বেশিরভাগ পরিবহণ ব্যবস্থা যেমন: ফেরি, বাস ও ট্রাম চলঅচল স্থগিত ছিল। আর শহরের গণপরিবহন রেলওয়ে সিস্টেম দীর্ঘ বিরতিতে চলছিল। তৃতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার কমপক্ষে সকাল ১১টা পর্যন্ত তা বহাল থাকবে। সংকেত কমালে ব্যবসা প্রতিষ্ঠান পুনরায় খোলা হবে।...