চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে জাকির হোসেন নামে এক বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল রোববার সন্ধ্যায় জেলার শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে তাঁকে ফেরত দেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক কাজী মোস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি বলছে, মানসিক ভারসাম্যহীন জাকির হোসেন এক বছর ধরে নিখোঁজ ছিলেন। জাকির হোসেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কায়েমপুরের আমির আলীর ছেলে। বিজিবি অধিনায়ক জানান, রোববার সন্ধ্যায় বিজিবি ও বিএসফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিজিবি, বিএসএফ দুই দেশের পুলিশ ও স্বজনদের উপস্থিতিতে জাকির হোসেনকে হস্তান্তর করা হয়। অধিনায়ক কাজী মোস্তাফিজুর রহমান আরও বলেন, পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী জাকির হোসেন মানসিক...