রাজধানীতে ভবন দুর্ঘটনার খবর মাঝেমধ্যেই সংবাদপত্রের শিরোনাম হয়। কোথাও ভবন ধসে পড়ছে, কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, আবার কোথাও ভবন হেলে পড়ছে। দুর্ঘটনার পর ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিষয়ে কর্তৃপক্ষের টনক নড়লেও সেই সময়কাল হয় ক্ষণস্থায়ী। সময়ের স্রোতে ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে তড়িঘড়ি করে নেওয়া সিদ্ধান্ত আর বাস্তবায়ন হয় না।ঢাকায় ঠিক কতগুলো ভবন ঝুঁকিপূর্ণ, এর প্রকৃত হিসাব কারও কাছে নেই। নিয়ম-নীতির তোয়াক্কা না করেই এই শহরে গড়ে উঠেছে লাখ লাখ ভবন। রাজউকের ভাষ্যমতে, শহরের ৭৪ শতাংশ ভবন গড়ে উঠেছে নকশাবহির্ভূতভাবে। বাকি ২৬ শতাংশ ভবনের অবস্থা ঠিকঠাক। নকশাবহির্ভূত এসব ভবনে রয়েছে বিভিন্ন ধরনের ঝুঁকি। ফলে রাজধানী পরিণত হয়েছে এক ঝুঁকিপূর্ণ নগরীতে।এদিকে ফায়ার সার্ভিস বলছে, রাজধানীর ৮০ থেকে ৯০ শতাংশ ভবনে অগ্নিনির্বাপণের কোনও ব্যবস্থা নেই।২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন ভবন পরিদর্শন করে ফায়ার সার্ভিস ঝুঁকিপূর্ণ...