ইসরায়েলি বিমান হামলায় সম্প্রতি ইয়েমেনের হুতি-সমর্থিত সরকারের প্রধানমন্ত্রী ও কয়েকজন মন্ত্রী নিহত হয়েছেন। ফলে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইয়েমেন-ইসরায়েল সংঘাত প্রায় দুই বছর ধরে চলছে। তবে এবারের পাল্টা প্রতিক্রিয়া আগের তুলনায় অনেক বেশি সুসংগঠিত ও প্রযুক্তিগতভাবে উন্নত। হুতিরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আক্রমণাত্মক ড্রোন ব্যবহার করে ইসরায়েলের গভীরে আঘাত হানছে।বিশ্লেষকদের মতে, এই সংঘাতের মূল প্রেক্ষাপট গাজাকে কেন্দ্র করে। ইয়েমেন বারবার জানিয়েছে, তারা গাজার প্রতি সমর্থন থেকে পিছু হটবে না। হুতি ঘনিষ্ঠ রাজনীতিবিদ আদেল রাজেহ বলেন, ইয়েমেন এখন নতুন সামরিক কৌশল গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে ক্লাস্টার টাইপের ‘প্যালেস্টাইন-২’ ক্ষেপণাস্ত্র ও সমুদ্রপথে অভিযান। তিনি সতর্ক করেছেন, আগামী দিনগুলোতে বড় ধরনের বিস্ময়কর হামলা হতে পারে। এই হামলা ইসরায়েলের ভেতর বা রেড সি এলাকায় ঘটবে।ইসরায়েলও পাল্টা প্রতিক্রিয়ায়...