০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৩ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৩ এএম আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার অনুমতি পেলেন দক্ষিণ আফ্রিকার অফ স্পিনার প্রেনেলান সুব্রায়েন। গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে অভিষেকে সুব্রায়েনের বিরুদ্ধে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে। এরপর বোলিং অ্যাকশনে পরীক্ষা দেন সুব্রায়েন। তবে পরীক্ষায় সুব্রায়েন উতরে গেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সুব্রায়েনের বোলিং অ্যাকশন বৈধ বলে জানিয়েছে আইসিসি। গত জুলাইয়ে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয় সুব্রায়েনের। পরের মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় তার। অস্ট্রেলিয়া ম্যাচেই সুব্রায়েনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। এরপর ১৪ দিনের মধ্যে আইসিসির অনুমোদিত ল্যাবে সুব্রায়েনকে বোলিং পরীক্ষা দিতে বলা হয়। নিয়ম অনুযায়ী, বল করার সময় সর্বোচ্চ ১৫ ডিগ্রি পর্যন্ত কনুই ভাঁজ করতে পারবে...