ফিলিস্তিনের গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের অবিলম্বে মুক্তি দিতে হামাসকে চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘ইসরায়েল আমার শর্ত মেনে নিয়েছে, এবার হামাসকেও মানতে হবে। শর্ত না মানলে এর পরিণতি ভোগ করতে হবে। এটি আমার শেষ সতর্কবার্তা।’ হোয়াইট হাউসে হামাসের হাত থেকে মুক্তি পাওয়া ৮ ইসরায়েলি জিম্মির সঙ্গে সাক্ষাতের পর এ বছরের মার্চ মাসের শুরুতেও একই ধরনের হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। তখন তিনি বলেছিলেন, অবিলম্বে বাকি সব জিম্মিকে মুক্তি দিতে হবে এবং নিহতদের মরদেহ হস্তান্তর করতে হবে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালিয়ে ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এদের মধ্যে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। তাঁদের মরদেহ ফেরত চাওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে,...