ভাইয়ের শারীরিক অবস্থার বিষয়ে তিনি বলেন, ‘গতকালের (শনিবার) চেয়ে আজ (রোববার) কিছুটা ভালো মনে হচ্ছে। ইশারায় কথা বলার চেষ্টা করেছে। কলম দিয়ে লিখেও বোঝানোর চেষ্টা করেছে।’তবে মামুনকে হাঁটানোর বিষয়টি চিকিৎসারই অংশ বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ডা. এ টি এম রেজাউল করিম বলেন, ‘মামুনকে যিনি অপারেশন করেছেন, তিনি হাঁটিয়ে, বসিয়ে, দাঁড় করিয়েসহ বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেছেন। ওই সময় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক উপস্থিত হন। তিনি ছবি তুলে ফেসবুকে দিয়েছেন। এ ধরনের রোগী হাঁটছে, এটা তো খুশিরই খবর।’গত ৩১ আগস্ট দুপুরে সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের আঘাতে ইমতিয়াজ ও মামুন মাথায় গুরুতর জখম পান। রাতেই অস্ত্রোপচারের পর তাদের লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে বুধবার বিকেল মামুনকে কেবিনে স্থানান্তর করা হয়। ইমতিয়াজ এখনো আইসিইউতে রয়েছেন।গত ৩০ আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের...