বাংলাদেশের টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্মের দর্শকেরা এখন যে নামটি শুনলেই আলাদা এক আনন্দে ভরে ওঠেন, তিনি কাজল আরেফিন অমি। আজ তার জন্মদিন। প্রথাগত নির্মাতাদের ভিড়ে তিনি একেবারেই আলাদা, কারণ তার প্রতিটি কাজে থাকে হাসি, গল্পে থাকে সাধারণ জীবনের টুকরো টুকরো বাস্তবতা আর চরিত্রগুলো হয়ে ওঠে দর্শকের আত্মীয়-স্বজন কিংবা বন্ধু। ছবি: ফেসবুক থেকে কাজল আরেফিন অমির শুরুটা সহজ ছিল না। একসময় লেখালিখি আর ছোট ছোট আইডিয়া নিয়ে পথ চলা শুরু করেছিলেন তিনি। নাটকের জগতে আসার পর থেকেই নিজের আলাদা ধাঁচে গল্প বলার চেষ্টা করেছেন। প্রথম দিকে কাজগুলো বেশি পরিচিতি না পেলেও ধীরে ধীরে তার নির্মাণশৈলী ও কমেডির অভিনব ধরন দর্শকপ্রিয় হতে থাকে। বাংলাদেশের নাটক যখন একঘেয়ে গল্পের চক্রে ঘুরপাক খাচ্ছিল, তখন অমির হাত ধরেই নতুন এক ধারা জন্ম নেয়। তিনি প্রমাণ...