ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর এলাতের রামন বিমানবন্দরে আঘাত হেনেছে। ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি এই হামলার দায় স্বীকার করেছে। এই হামলায় দুজন আহত হওয়ার খবর জানিয়েছে ইসরায়েলের জাতীয় অ্যাম্বুলেন্স সার্ভিস। বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়। হামলার পর নিজেদের আকাশসীমা বন্ধ ও উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে স্থগিত করে দেয় ইসরায়েল। তবে দুই ঘণ্টা পরই উড়োজাহাজ ছেড়ে যাওয়া কিংবা অবতরণ শুরু হয়। এখন বিমানবন্দরের কার্যক্রম আবার পুরোপুরি চালু করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গতকাল রোববার ইয়েমেন থেকে বেশ কয়েকটি ড্রোন ছোড়া হয়েছিল ইসরায়েলে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, অনেকগুলো ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে একটি ড্রোন বিমানবন্দরে আঘাত হানে। ড্রোন হামলায় বিমানবন্দরের কতটা ক্ষতি হয়েছে, তা এখনো স্পষ্ট জানা যায়নি। সামাজিকমাধ্যমে প্রকাশিত ভিডিওতে...