দখলদাররা সামরিক শক্তি এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির মাধ্যমে গাজার ৮০ শতাংশেরও বেশি নিয়ন্ত্রণ করছে।” একই সঙ্গে তারা আন্তর্জাতিক সমাজের নীরবতার নিন্দা জানিয়েছে। গাজার মাটি আজ শোকের স্রোতে ভেসে আছে। প্রায় দু’বছর ধরে ইসরাইলের হামলার ফলে এই অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চলছে। চলমান সহিংসতায় ইতিমধ্যেই ২৭০০ ফিলিস্তিনি পরিবার নিঃশেষ হয়েছে। তাছাড়া, অঞ্চলটির প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে। তবু যুদ্ধ থেমে নেই; বরং প্রতিদিনই নৃশংসতার মাত্রা বাড়ছে। গাজার সরকারি মিডিয়া অফিস শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, “যুদ্ধের কারণে প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে। প্রাথমিক ক্ষতির পরিমাণ ৬৮ বিলিয়ন ডলারেরও বেশি। দখলদাররা সামরিক শক্তি এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির মাধ্যমে গাজার ৮০ শতাংশেরও বেশি নিয়ন্ত্রণ করছে।” একই সঙ্গে তারা আন্তর্জাতিক সমাজের নীরবতার নিন্দা জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ২০২৩ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলের...