ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে দেওয়া সেই পোস্টে তিনি লিখেছেন, আমাদের প্রেস উইংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র-ছাত্রী আছি তিনজন। স্বাভাবিক কারণেই ডাকসু নির্বাচন নিয়ে আমাদের বাড়তি একটা কৌতূহল আছে। কয়েকদিন আগে সবাই মিলে ঠিক করেছিলাম ডাকসু নির্বাচনের প্রচার-প্রচারণা দেখতে যাব। ক্যাম্পাসের উদ্দেশ্য রওনা হয়েছি মাত্র- এমন সময় খবর এলো নির্বাচন স্থগিত। এই ঘটনায় যেকোনো মুহূর্তে ক্যাম্পাস উত্তাল হয়ে উঠতে পারে এমন একটা আশঙ্কায় সেদিকে যাওয়ার পরিকল্পনা বাতিল করতে হলো। সময়টা কাজে লাগাতে গেলাম বিশ্ব সাহিত্য কেন্দ্রে। সাহিত্য কেন্দ্রের ছাদে সুন্দর একটা ক্যান্টিন আছে। সেখানে বসে সিঙ্গারা খাচ্ছিলাম। সিঙ্গারা বাসি ছিল। এ নিয়ে দুঃখ বোধটা মুহূর্তে উবে গেল, যখন জানলাম ডাকসু নির্বাচন...