সমুদ্রবিজ্ঞান বিভাগের এ শিক্ষার্থী বলেন, “আমি চাই নিরাপদ ক্যাম্পাস, পড়ালেখার সুষ্ঠু পরিবেশ। হল থেকে বের হলেই মাদকাসক্ত, ভবঘুরেদের দেখি রাস্তায়। তারা নানাভাবে হয়রানি করে। এর থেকে পরিত্রাণ চাই। “গতকালও (শুক্রবার) আমি পলাশীর মোড়ে যাচ্ছিলাম। অটোরিকশা তো অল্পের জন্য আমার উপর তুলে দেয়নি। এত বেপরোয়াভাবে ক্যাম্পাসে রিকশা চলে। আর একটা ভবন থেকে আরেকটা ভবনে যেতে নেই- কোনো পরিবহন ব্যবস্থা।” ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন ঘিরে ভোটারদের প্রত্যাশা জানতে গত এক সপ্তাহে শতাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। তাতে মোটাদাগে পাঁচটি সংকটের কথা তুলে ধরে প্রতিকার চেয়েছেন তারা। এর মধ্যে আছে- আবাসন সংকট নিরসন, মানসম্মত বা পুষ্টিকর খাবার, নিরাপদ ক্যাম্পাস, গবেষণা ও পড়ালেখার সুষ্ঠু পরিবেশ এবং দলীয় রাজনীতির আধিপত্য বা নিপীড়ন বন্ধ। কোনো কোনো শিক্ষার্থী ক্যাম্পাসে বহিরাগতদের...