মোহাম্মদ ইউসুফ। কুমিল্লা থেকে ঢাকায় এসআইবিএলের দিলকুশা শাখায় এসেছেন টাকা তুলতে। তাঁর ব্যাংক হিসাবে ১৭ লাখ টাকা থাকলেও, পাচ্ছেন মাত্র ৫ হাজার টাকা। তাঁর মতো এমন অনেক গ্রাহক দুর্বল ব্যাংকগুলো থেকে টাকা তুলতে পারছেন না। দিশেহারা হয়ে এক শাখা থেকে অন্য শাখায় ছুটছেন অনেকে। একীভূতর প্রক্রিয়ায় থাকা পাঁচ দুর্বল ব্যাংক থেকে চাহিদা অনুযায়ী টাকা তুলতে না পেরে ক্ষুব্ধ আমানতকারীরা। তবে বাংলাদেশ ব্যাংক বলছে, একীভূত করাই শেষ সমাধান। এক্সিম, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কার্যত গ্রাহকের টাকা ফেরত দিতে পারছে না। আবার ব্যাংকের কর্মকর্তারাও নিজেদের বেতন তুলছেন ধাপে ধাপে। তারা বলছেন, একীভূত হওয়ার শঙ্কায় অনেক গ্রাহক প্রয়োজন ছাড়াও টাকা তুলতে এসেছেন। আবার বাংলাদেশ ব্যাংক থেকে নতুন করে আর কোনো তারল্য সহায়তা না পাওয়ায় এখন বিপাকে পড়েছেন...