ক্লাব ফুটবলের বিরতিতে বর্তমানে চলছে আন্তর্জাতিক ফুটবল। এ বিরতির মাঝে বিভিন্ন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের অনেক ম্যাচ চলছে। ইউরোপীয়ান অঞ্চলের অনেকগুলো দেশ গতকাল রাতে নেমেছিল বাছাইপর্বের ম্যাচ খেলতে। এ ম্যাচগুলোতে কারা নেমেছিল, কারা জিতল এবং কারা হারল এক নজরে দেখে আসা যাক। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে গতকাল রাতে নেমেছিল স্পেন ও তুর্কিয়ে, জার্মানি ও নর্দান আয়ারল্যান্ড, পোল্যান্ড ও ফিনল্যান্ড, বেলজিয়াম ও কাজাখস্তান এবং নেদারল্যান্ডস ও লিথুনিয়া। এ ম্যাচগুলোতে ফেভারিটরা ভালো ব্যবধানে ম্যাচ জিতেছে, বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের এগিয়ে রেখেছে। গতকালের ম্যাচে সবচেয়ে বড় জয় পেয়েছেন স্পেন ও বেলজিয়াম। স্পেন প্রতিপক্ষ তুর্কিকে হারিয়েছে ৬-০ গোলের বিশাল ব্যবধানে। অন্যম্যাচে কেভিন ডি ব্রুইনার বেলজিয়াম কাজাখস্তানকে হারিয়েছে ওই ৬-০ গোলের বড় ব্যবধানে। এছাড়া বাছাইপর্বে প্রথম জয়ের দেখা পেয়েছে জার্মানি। তারা নর্দান আয়ারল্যান্ডকে হারিয়েছে ৩-১...