দেশের জ্বালানি খাতের জন্য নতুন পরিকল্পনা তৈরি করেছে অন্তর্বর্তী সরকার। এই পরিকল্পনায় জ্বালানি খাতে স্বনির্ভরতা বৃদ্ধি, সরবরাহের উৎস বহুমুখীকরণ এবং আমদানিনির্ভরতা কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার একটি সমন্বিত স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা করেছে।জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম বলেন, ‘আমরা বিদ্যুৎ উৎপাদনের ওপর গুরুত্ব দিয়ে টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি। আমাদের স্বল্পমেয়াদে লক্ষ্য হচ্ছে ওয়ার্কওভার কূপ, মধ্যম মেয়াদে ভোলার গ্যাস ব্যবহার এবং দীর্ঘমেয়াদে অনশোর ও অফশোর অনুসন্ধান।’নতুন এই পরিকল্পনায় স্বল্পমেয়াদি অগ্রাধিকার দেওয়া হয়েছে দেশীয় গ্যাস উত্তোলন ও উৎপাদন বাড়ানোয়। এই মেয়াদে সরকার ২০২৫ সালের মধ্যে স্থলভাগে ৩১টি নতুন কূপ এবং তিনটি ওয়ার্কওভার কূপ খননের পরিকল্পনা নিয়েছে। বিতরণ কোম্পানিগুলোর দক্ষতা বৃদ্ধি, সিস্টেম লস কমানো এবং সম্ভাব্য গ্যাস অনুসন্ধান এলাকায় ত্রিমাত্রিক ভূতাত্ত্বিক জরিপ...