০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৫ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৮ এএম ডাকসুর এত কোয়ালিফাইড প্রার্থীর মধ্যে সেরা প্রার্থীর ব্যালট নম্বর চেনাও শিক্ষার্থীদের জন্য চ্যালেঞ্জ বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ তানভীর বারী হামিম। তিনি বলেন, ‘ফ্যাসিস্ট রেজিম পরবর্তী সময়ের এই মুক্ত বাতাসে অনুষ্ঠিত হতে যাওয়া ডাকসু নির্বাচনে প্যানেলের বাইরেও অনেক স্বতন্ত্র প্রার্থীরা উৎসবের আমেজে নির্বাচনে অংশ নিচ্ছেন। সব প্রার্থীকে আমার তরফ থেকে শুভেচ্ছা।’ আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে শেখ তানভীর বারী হামিম এসব কথা বলেছেন। তিনি বলেন, একা একা লিফলেট বিলি থেকে শুরু করে শিক্ষার্থীদের কাছে পৌঁছানো ও তাদের নানান চাহিদার কথা শোনা, পোস্টার বানানো-ছাপানোর মতো সব কাজ কি সুন্দর একা হাতে সামলিয়েছেন সবাই। তিনি...