৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার তৃতীয় পর্যায়ের সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার (৭ সেপ্টেম্বর) এ বিষয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে গত ২৮ আগস্ট প্রকাশিত বিজ্ঞপ্তিটি বাতিল করা হয়। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ১১ সেপ্টেম্বর সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির প্রধান কার্যালয়ে ৬৪ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পিএসসি জানিয়েছে, প্রার্থীদের নির্ধারিত অনলাইন ফরম বিপিএসসি ফরম-১ পরীক্ষার দিন বোর্ডে জমা দিতে হবে। এ ফরম কমিশনের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। ফরমের সঙ্গে প্রয়োজনীয় সনদ ও ডকুমেন্টের দুটি সত্যায়িত কপি জমা দিতে হবে এবং মূল সনদ পরীক্ষার বোর্ডে প্রদর্শন করতে হবে। নির্দেশনা অনুযায়ী ফরম ও কাগজপত্র জমা না দিলে প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। আরো পড়ুন :ক্যালেন্ডার মেনে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার...