০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৮ এএম ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে এবার ইয়েমেন সরাসরি ইসরাইলে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে। এ ঘটনায় ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা দেন, তাদের বাহিনী ইসরাইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে। তিনি জানান, হামলার মূল কারণ হচ্ছে গাজার প্রতি সমর্থন জানানো এবং ইসরায়েলকে তার আগ্রাসন বন্ধে বাধ্য করা। ইয়াহিয়া সারি জানান, রামন ও বেন গুরিয়ন বিমানবন্দরসহ নেগেভ, আশকেলন ও আশদোদ এলাকায় সামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ড্রোন হামলা চালানো হয়েছে। তার দাবি, সবগুলো হামলাই সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর ফলে একটি বিমানবন্দর বন্ধ করতে বাধ্য হয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। তিনি আরও দাবি করেন, ইসরায়েলি ও মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা এসব...