০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৪ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৭ এএম মিলিত প্রচেষ্টায় বড় সংগ্রহই গড়েছিল জিম্বাবুয়ে। কিন্তু তাদের কোনো সুযোগই দিলেন না কামিল মিশারা ও কুসাল পেরেরা। তাদের ঝড়ো ব্যাটিংয়ে স্বাগতিকদের উড়িয়ে সিরিজ নিশ্চিত করল শ্রীলঙ্কা। হারারেতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৮ উইকেটে জিতেছে লঙ্কানরা। ১৪ বল বাকি থাকতে জিম্বাবুয়ের ১৯১ রান পেরিয়ে যায় সফরকারীরা। লঙ্কানদের জয়ে অবদান রাখেন শীর্ষ চার ব্যাটসম্যানই। ১ ছক্কা ও ৪টি চারে ২০ বলে ৩৩ রান করেন পাথুম নিসাঙ্কা। ১৭ বলে ১ ছক্কা ও ৩ চারে ৩০ রান করেন কুসাল মেন্ডিস। ৭৬ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর বাকি কাজ সারেন মিশারা ও পেরেরা। ৬৩ বলে তাদের অবিচ্ছিন্ন ১১৭ রানের জুটিতে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় লঙ্কানরা। টি-টোয়েন্টিতে প্রথমবার তৃতীয় উইকেটে শতরানের জুটি...