নুরাল পাগলার লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানায় সরকার। বিবৃতিতে জানানো হয়, এই অমানবিক ও ঘৃণ্য কাজ আমাদের মূল্যবোধ, আইন এবং ন্যায়বিচার ও সভ্য একটি সমাজের বুনটের সরাসরি অবমাননা। কোনো অবস্থাতেই এ ধরনের বর্বরতা বরদাশত করা হবে না। সরকারের এ অবস্থানকে আমরা সাধুবাদ জানাই। একই সঙ্গে এক বছর ধরে প্রায় ধারাবাহিকভাবেই দেশের বিভিন্ন স্থানে দরগা, মাজার, খানকার মতো স্থাপনায় এ ধরনের হামলা-সহিংসতায় শুধু বিবৃতি দিয়ে নিন্দা ও হুঁশিয়ারি ছাড়া এ উন্মত্ত গোষ্ঠীর বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে বিশেষ কোনো পদক্ষেপ না নেওয়ার বিষয়টির সমালোচনা হয়েছে। নাশকতাকারীদের বিরুদ্ধে বাস্তবে আইনি ব্যবস্থা না নেওয়াকে মব সহিংসতার মতো ঘটনাগুলো বাড়ছে বলে দায়ী করছেন সমাজতাত্ত্বিক ও অপরাধ বিশেষজ্ঞরা।সরকারের সঙ্গে সম্পূর্ণ একমত পোষণ করেই বলতে চাই, রাজবাড়ীর এ ঘটনা অমানবিক ও ঘৃণ্য, যা আমাদের সামাজিক...