০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৯ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৯ এএম ইন্ডিয়ান ছোটপর্দার আলোচিত অভিনেতা আশিস কাপুরকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গত বুধবার (৩ সেপ্টেম্বর) পুনে থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার দিল্লির একটি আদালতে তোলা হয় অভিনেতাকে। এসময় তাকে দেওয়া হয় ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদ ও নানা পরীক্ষার জন্য স্থানীয় আদালতে চার দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানায় দিল্লি পুলিশ। আদালত সেই আবেদন মঞ্জুর করেন। এসময় বাজেয়াপ্ত করা হয় অভিযুক্ত অভিনেতার ফোন। শনিবার কপূরকে ফের দিল্লির তিস হাজারি আদালতে লিঙ্ক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পায়েল সিংহলের সামনে হাজির করা হয়েছিল। তিনিই আশিসকে আরও ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন। জানা গেছে, গত ১১ আগস্ট একটি পার্টিতে আশিস এক নারীকে...