০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩১ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৩ এএম ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলের হামলা আরও ভয়াবহ রূপ নিয়েছে। একদিনে কমপক্ষে ৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং গাজা সিটির আরেকটি বহুতল ভবন ধ্বংস করা হয়েছে। এতে হাজারো পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। রোববার (৭ সেপ্টেম্বর) ভোর থেকে শুরু হওয়া হামলায় ইসরায়েল গাজা সিটির কেন্দ্রীয় ও ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে আঘাত হানে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, শুধু গাজা সিটিতেই অন্তত ৫০টি ভবন ধ্বংস হয়েছে। এর মধ্যে ছিল আল-রুয়া টাওয়ার নামের পাঁচতলা একটি ভবন, যেখানে ২৪টি অ্যাপার্টমেন্ট, দোকান, একটি ক্লিনিক ও জিম ছিল। ইসরায়েলি সেনারা দাবি করে, তারা আগে বাসিন্দাদের সরতে বলেছিল, তবে স্থানীয়রা বলছেন, পালানোর মতো কোনো নিরাপদ স্থান নেই। ফিলিস্তিনি...