এশিয়া কাপ খেলতে দুই ধাপে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন লিটন দাসরা। প্রথম ধাপে পৌঁছান অধিনায়ক লিটন দাস, জাকের আলী, সাইফ হাসান, পারভেজ হোসেন, তানজিদ হাসান, শামীম হোসেনরা। এরপর দ্বিতীয় ধাপে যান বাকিরাও। আজ থেকে আবুধাবিতেই টুর্নামেন্টের প্রস্তুতি শুরু করবেন তারা। তবে দেশ থেকে রওনা দেওয়ার আগেই ট্রফি জেতার মানসিকতার কথা বলে গেছেন লিটন-জাকেররা। এশিয়া কাপের শিরোপা জিতেই দেশে ফেরার প্রত্যয় মিলেছে তাদের কণ্ঠে।এশিয়া কাপে নিয়মিত খেলছে বাংলাদেশ। কিন্তু অর্জন বলতে কিছুই নেই। ফাইনালে উঠেও শিরোপার ছোঁয়া পায়নি তারা। সম্প্রতি এই টুর্নামেন্টে অর্জনটা আরও ফিকে হয়ে গেছে। শেষ চারে জায়গা করে নেওয়াটাই যেন বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। তার পরও আশার কথা শোনালেন ক্রিকেটাররা। এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনেই মনোযোগী তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে লিটন যেমনটা লিখেছেন, ‘আমার এবং আমার দলের জন্য বিশ্বের সেরা সমর্থকদের...