ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক কান গলা (ইএনটি) বিভাগের ৩০৩ নম্বর ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে পড়ে এক নারী রোগী আহত হয়েছেন। আহত ওই রোগীর নাম সালমা বেগম। তিনি ৩০৩ নম্বর ওয়ার্ডেই ভর্তি আছেন। গতকাল রোববার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত সালমা বেগম জানান, গত ২ সেপ্টেম্বর কানে সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। বেড না পাওয়ায় ওয়ার্ডের বারান্দায় পাটি বিছিয়ে চিকিৎসা নিচ্ছিলেন। সকালে হঠাৎ মাথার ওপরে ছাদের পলেস্তারা খসে তাঁর ডান পায়ে আঘাত লাগে। এতে তিনি প্রচণ্ড ব্যথা পান। আহতের মেয়ে মনি বলেন, ‘সকালে ছাদের পলেস্তারা ভেঙে আমার মায়ের ওপর পড়ে। পরে এসে দেখি তাঁর হাঁটুর ওপর পলেস্তারা পড়ছে। ডাক্তার এসে দেখে গেছেন।’ এ সময় পাশের বেডে থাকা রোগীর স্বজন ইয়াসিন আলী জানান, তিনি ঘুমিয়ে ছিলেন। হঠাৎ...